মনে করুন, বৃহস্পতিবার সদলবলে বেড়াতে যাবেন বান্দরবানে। থাকবেন তিন দিন। তবে শনিবার অত্যন্ত জরুরি ব্যবসায়িক যোগাযোগ সারতে হবে ই-মেইলে। দেরি হলেই বিপদ। কী করবেন তখন?

জিমেইলে ই-মেইল শিডিউল করে দিলে দিনক্ষণ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তা চলে যাবে প্রাপকের ঠিকানায়

গুগলের ই-মেইল সেবা জিমেইলে ‘শিডিউল সেন্ড’ নামের সুবিধা আছে। এর মাধ্যমে ই-মেইল লিখে ঠিক করে দেওয়া যায় কবে-কখন-কার কাছে পাঠাতে হবে। এরপর সময়মতো স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের ঠিকানায় ই-মেইল চলে যাবে। ভিনদেশে কাউকে ভোর চারটায় ই-মেইল করতে চাইলেও সুবিধাটি বেশ কাজের।

চলুন দেখে নেওয়া যাক, জিমেইলে কীভাবে ই-মেইল শিডিউল করে রাখবেন। কাজটি দুভাবে করা যায়। ওয়েব ব্রাউজারে জিমেইলের ওয়েবসাইট এবং স্মার্টফোনের অ্যাপ থেকে। বিস্তারিত প্রথম আলো