Site icon Live Newspaper 24 | Bangladesh news | Breaking news | World news | Bangla News | News update | online bangla newspaper | Fox news | BBC news | বাংলা খবর| BD news | Live Newspapers 24

জ্বালানি: বাংলাদেশে এলপিজির দাম প্রতি মাসেই কেন সমন্বয় করা হয়?

lpg

লিকুফায়েড পেট্রোলিয়াম গ্যাস কিংবা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস যা এলপিজি নামে পরিচিত সেটির দাম নির্ধারণ নিয়ে সোমবার আবারো গণ শুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

গৃহস্থালিতে গ্যাসের সংযোগ সীমিত করে আনায় এখন অনেকেই ঝুঁকেছেন এলপিজি গ্যাস ব্যবহারে।

ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য হার পরিবর্তনের জন্য অনুষ্ঠিত ওই গণ শুনানিতে বেসরকারি এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ভোক্তাদের প্রতিনিধিরা অংশ নেয়।

এদিকে এনিয়ে বেশ কয়েক বার এই গ্যাসের দাম নির্ধারণ নিয়ে গণ শুনানি হলো। এছাড়া প্রায় প্রতিমাসেই এই পণ্যটির দাম সমন্বয় করা হয়ে থাকে।

কিন্তু নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম এতো ঘন ঘন কেন পরিবর্তন করা হয়? বিস্তারিত বিবিসি বাংলা

Exit mobile version