দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ৪১৭ জন।  অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৭০৭টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯০৬টি। গত ৫ দিনে ক্রমান্বয়ে নমুনা পরীক্ষা ৩৪ হাজার থেকে ১৯ হাজারে নেমে এসেছে। কিন্তু তাতে শনাক্ত রোগীর সংখ্যা কমছে না, বরং শনাক্তের হার ঊর্ধ্বমুখী।

 

corona update

গত সাত দিনের মধ্যে শুক্রবার সর্বোচ্চ রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ এবং এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। আর সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ১১ হাজার ৭৭৯ জন। বিস্তারিত Bangla Tribune